রক্তাক্ত গুলশান
   --সুহেল ইবনে ইসহাক

হায়নার মুখে আমার স্বদেশ আজ,
আশরাফুল মাখলুকাত
মানবের রক্তে রক্তাক্ত I
নিজ হাতে মুরগী কাটার মত গলা কাটে
বুক চিতিয়ে, হেঁটে যায় প্রকাশ্য দিবালোকে,
আমাদের সান্ত্বনার কোনো জায়গা নেই।

ঈদ উৎসবের ডালি সাজানোর নিবিড় প্রস্তুতিতে ব্যস্ত সবাই।
প্রিয়জনের জন্য সবচেয়ে সেরা উপহার
সংগ্রহ করতে উদ্রি্ত সকলে,
বিপণি বিতানের ভিড়ও যেন বিরক্তিকর নয়।
ঈদ উপলক্ষ্যে সুদীর্ঘ নয় দিনের কর্মাবকাশে
আপনজনের মধুর সান্নিধ্য লাভে
মানুষ যখন ছুটে চলেছে আপন ঠিকানায়, আর তখন.....

স্পট,গুলশান-দুই নম্বরের ঊনাশী নম্বর রোড,
হলি আর্টিজেন বেকারি I
হঠাৎ সব আলো নিভে গেল, নিকষ অন্ধকার গ্রাস করল
চারপাশ, সন্ত্রাসী-জঙ্গির মারণাস্ত্রে কেঁপে উঠল
রাজধানীর বনেদি 'সুরক্ষিত' গুলশানের কূটনৈতিকপাড়া।
সাত ঘাতক,যমদূত,বেপরোয়া,জঙ্গি উগ্রবাদী
চরম নিষ্ঠুরতায় একের পর এক
কুড়ি জনের জীবন ক্যানভাসে আঁকা
গল্পের যবনিকা ঘটালো I
আমার স্বদেশে আজ
হায়নারা মহানিশার অন্ধকারে ঘুরে বেড়ায় চাপাতি হাতে
বন্ধুর বেশে, তোমার আমার পাশে,
সুযোগ পেলেই কোপায় বঊ, ছেলে,
মেয়ের সামনে, রক্তাক্ত করে, স্বদেশ।
ভেংগে দিতে চায় সভ্যতা, ধর্ম, মানবতা I
রক্তে ভেসে গেল গুলশান-দুই !
স্তম্ভিত ও বিস্মিত জাতি !

‘অপারেশন থান্ডারবোল্ট’ অতঃপর ২৮ জনের প্রাণহানি I
কেঁদেছে প্যারিস, কেঁপেছে ক্যালিফোর্নিয়া,
রক্তাক্ত হয়েছে মালি, রক্ত ঝরেছে ইস্তানবুলে,
আর আজ রক্তাক্ত গুলশান I
গুলশানের হামলা :আসন্ন ভয়ংকর এক ভবিষ্যতের ইঙ্গিত I
তাই মানুষের মৃত্যু নিয়ে দলাদলি নয়,নয় ক্ষুদ্র রাজনীতি,
প্রতিরোধে গড়ে উঠুক জাতীয় ঐক্য I


রচনাকাল: জুলাই ০২, ২০১৬ টরোন্টো, কানাডা I