শিশু শ্রম
--সুহেল ইবনে ইসহাক
*************************
এই বয়সে যখন ওদের যাবার কথা ইস্কুলে,
সেই বয়সে করছে কাজ রান্না ঘরের ডিস খুলে I
রোদ বৃষ্টি মাথায় নিয়ে করছে যে কাজ ইট ভাটায়,
পারছে না আর ঠেলতে ঠেলা তবুও যে জোর খাটায় I
সকল কাজ-ই করতে হয় তবুও যে ঢের,
চড়-লাথি মিলে বালে হলে হেরফের I
বুক চাপা কান্না আর দুঃখ নদী তার,
কবে জানি পাবে শিশু প্রাপ্যঅধিকার?
*************************
রচনাকাল: ২০ মার্চ, ২০১৬
টরন্টো, কানাডা I