স্মৃতি অম্লান
--সুহেল ইবনে ইসহাক
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ঐ দিনে,
ফের বিকেলে উঠছো মেতে ইংলিশ-হিন্দি গানে I
বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল I
সালাম,বরকত,রফিক,জব্বার বাংলার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রাণ I
ওদের রক্তে রাঙানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য ওদের প্রাণ I
তাদের দানে আজকে মোরা স্বাধীন বাংলা বলি,
সেই সেনাদের ত্যাগের কথা কেমন করে ভুলি?
রক্তে কেনা বাংলা আমার লাখ শহীদের দান,
তবুও কেন বন্ধু তোমার ভিন ভাষাতে টান?
রচনাকাল: জুন-২৮,২০১৬, টরোন্টো, কানাডা I