✍ নকল ✍
[] সুহেল ইবনে ইসহাক
*************************
নকল কথা কয় সাক্ষী
দাঁড়িয়ে অফিস কোর্টেতে,
নকল বিচারপতি হয়
জাল সার্টিফিকেটে I
বই নকল, সই নকল
নকলের এই উত্সবে,
ডাক্তার নকল, মোক্তার নকল
নকলেতে মাত সবে I
পারমিট নকল, মারপিট নকল
নকল সংবাদ ফেইসবুকে,
প্রেমিক নকল সেঁজে পরে
এসিড মারে ওই মুখে I
কান্না নকল, পান্না নকল
নকল পরীক্ষার হলে,
কবি নকল, ছবি নকল
নকল আজি নানা ছলে I
নেতা নকল,কথা নকল
নকল কিছু রাজনীতি,
শক্তি নকল, ভক্তি নকল
নকল সবই ভয় ভীতি I
গান নকল, মান নকল
নকল বাজারে তরকারী,
নকল ছাড়া মিলেনা ভাই
যা আজিকে দরকারী I
সকল নকল খেলায় আজি
ভাগ্যাহত জনগণ,
এহেন ভাবে ধ্বংশ হতে
লাগবে বল কতক্ষণ ?
***********************
রচনাকাল : ১১ ফেব্রুয়ারী, ২০১৬
গুড উড পার্ক ক্রিসেন্ট,
টরন্টো, কানাডা