আমি শুধু আপনার মতো হতে চাই বাবা
----সুহেল ইবনে ইসহাক


বাবা, আমি শুধু আপনার মতো হতে চাই,
পূর্বপুরুষদের একটা সময় ছিল, যখন বাবা সম্পূর্ণই অনুপস্থিত থাকতেন,
অধিকাংশ সময় সর্বশান্ত,
অথবা শারীরিকভাবে উপস্থিত কিন্তু মানসিকভাবে বিভ্রান্তI
আবার একটা সময়ও এসেছে......
আর আপনি দেখি আমারই জন্য,
আমার দিকে তাকিয়ে আছেন,
আমাকে শোনার,আমাকে বোঝার,
আমার সাথে কথা বলার জন্য I
আপনি আমাকে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে করেন,
বাবা আপনি আমার অফুরন্ত জিজ্ঞাসার ভান্ডার,
আমার সকল প্রেরণার উৎস,
আপনাকে নিয়ে গর্ব আমার,
আপনি আমার প্রজন্মের জন্য একটি মহান মডেল,
আমি শুধু আপনার মতো হতে চাই, বাবা I

রচনাকাল: ১৮ জুন, ২০১৬, টরন্টো ,কানাডা I