স্পিরিট অফ রামাদ্বান (ইসলামী সংগীত)
---সুহেল ইবনে ইসহাক
রহমত,বরকত, মাগফেরাতের এই মাহে রামাদ্বান,
স্বর্গের দুয়ার খুলে দিয়েছেন আল্লাহ মেহেরবান I
Only honor of the Quran,
In the spirit of Ramadan.
নামাজ রোজা ইবাদাতে রইবো মশগুল,
নইলে মোরা হারাবো যে জীবনের দু'কুল,
ন্যায় নিষ্ঠার সমাজ গড়া, সঠিক পথের জীবন গড়া
এতো রামাদ্বানেরই আহবান I
In the spirit of Islam,
In the spirit of Ramadan.
গুনাহ মাফের তাগিদ জানায় এই মাহে রামাদ্বান,
এই রামাদ্বানে আল্লাহ তায়া'লা দিয়েছেন কোরআন,
পড়বো কোরআন,গড়বো জীবন, মানবো সকল নিষেধ-বারণ,
ক্বদর এর রাতে মাফ পাবে সেই ,যে পুণ্যবান I
Only honor of the Quran,
In the spirit of Ramadan.
••••••••••••••••••••••••••••••••••
রচনাকাল : অক্টোবর ২০,২০১৫
টরন্টো,কানাডা