হৃদয়ের বন্ধন (গীতি কবিতা)
---সুহেল ইবনে ইসহাক
**************************
ও ভাই...!
সময় নিয়া আইও তুমি
আমার সোনার গাঁয়,
দেখো আইয়া কিলান
সুখে দিবা-রাতি যায় I
আইলে তোমায় নিয়া যাইমু
গাঙ্গ ফারর মেলায়,
খতো কিছু দেখমু চড়ে
কলা গাছর ভেলায় I
সময় নিয়া আইও তুমি
আমার সোনার গাঁয় II
দেখবে শিশু মহাসুখে
চড়ে সুপারি খোলে,
দু:খ,কান্না,আহার,নিদ্রা
হখল কিছু ভুলে I
আর বুকে লইয়া সারা অঙ্গে
চুমু খায় যে মায় I
সময় নিয়া আইও তুমি
আমার সোনার গাঁয় II
আগন মাসও বিকমায় গিয়া
মাছ মারার ধুম,
আড়-হাওনে মুরিয়া হাওড়
ফানিতে জুম জুম I
মাছ মারমু গান বাজাইয়া
চড়িয়া ডিঙ্গি নায় I
সময় নিয়া আইও তুমি
আমার সোনার গাঁয় II
আইলে দেখবে গাঁয়ের লোকের
হৃদয়ের বন্ধন,
গ্রাম ছাড়িয়া যাইতে তুমার
চাইতনায় আর মন I
এইনা শান্তি সুহেল ইসহাক
ধরিয়া রাখবার চায় I
সময় নিয়া আইও তুমি
আমার সোনার গাঁয় II
*********************************
রচনাকাল: ফেব্রুয়ারী৬, ২০১৬
টরন্টো,কানাডা