পূবাল হাওয়া (গীতি কবিতা)
সিলেটি আঞ্চলিক
--সুহেল ইবনে ইসহাক
====================
পূবাল হাওয়া..........!
ফাইলে তুমি বন্ধুয়ারে
খইও বুজাই তারে,
না বলা খতো খথা
মনে, জাগে বারে বারে II
আরো খইও দেখা যদি
বন্ধুর লগে ওয়,
তার লাগি ফড়ি রইছে
আমার এই হৃদয় I
খতো স্মৃতি জমি রইছে
মনেরই কিনারে I
ফাইলে তুমি বন্ধুয়ারে
খইও বুজাই তারে II
হা-ডু-ডু, গোল্লাছুট আর
কানামাছি খেলায়,
বসন্ত উত্সবে কিংবা
বৈশাখী মেলায়,
সব স্মৃতিতে সেইতো প্রিয়া,
ভালবাসি যারে I
ফাইলে তুমি বন্ধুয়ারে
খইও বুজাই তারে II
====================
রচনাকাল : ফেব্রুয়ারী ৪, ২০১৬
টরন্টো , কানাডা