||সাত বছর||
[]সুহেল ইবনে ইসহাক
*********************************
সাত বছর,
খুব বেশি একটা বয়স নয়,
এইতো, ক্লাস কেজি কিংবা ওয়ানে পড়তাম,
অবসরে খেলা ও ড্রইং করতাম,
ওটাই তখন ছিল শখ,
খাবার জুটবে কোথা হতে?
এই চিন্তাটা ছিলনা,
এই বয়সে আজ কিছু শিশু
স্কুলে না গিয়ে পথে পথে
হাত পেতে ভিক্ষা করছে I
"পড়লে খাওন জুটবে কই থেইকা?"
কে দেবে এর জবাব?
যে সময়ে আজ আমরা কুঁড়ি টাকা দিয়ে
এক কাপ চা পান করছি,
দশ টাকা দিয়ে একটা
সিগারেট গ্রহণ করছি,
ঠিক একই সময়ে জীবন বাঁচাবার উপকরণ জোগাতে
কিছু শিশু রাস্তার ধারে দাঁড়িয়ে দুই টাকা ভিক্ষা চাচ্ছে !
যে বয়সে আমরা ভাবতাম
কোন মজাদার খাবারটা খাব ?
কোন খেলার জিনিষটা কিনব ?
কিংবা আজ মোবাইল ফোনের পেছনে প্রতিদিন কমপক্ষে পঞ্চাশ টাকা ব্যয় করছি I
ঠিক এই সময়ে,
সেই সাত বছর বয়সের ছেলেটি/ মেয়েটিও পাঁচ টাকার ভাত খুঁজছে রাস্তার ধুলোয় কিংবা অঝর ধারার বৃষ্টিতে ভিজে I
আমাদের অর্জিত প্রাতিষ্ঠানিক
শিক্ষা কি পথ শিশুদের তরে
বিবেক বোধটাকে জাগাবে না?
*********************************
রচনাকাল ও স্থান:জানুয়ারী ২১,২০১৬
টরন্টো, কানাডা