স্মৃতির জানালা (গীতি কবিতা)
---সুহেল ইবনে ইসহাক
সময় চলে যায় , নদী বয়ে যায়
ফেলে আসা স্মৃতিগুলো আমারে কাঁদায়,
আজি আমারে কাঁদায় II
আমার প্রিয় মানুষগুলো
কতনা সরল,
মমতারই সুতোয় বোনা
বাংলা মায়ের আঁচল,
হাসি-কান্নায় ছিলাম সুখী
জীবন আঙ্গিনায় II
আমারে কাঁদায় II
মায়ের, ভাইয়ের, বোনের স্মৃতি,
স্মৃতি যে বাবার,
সুজন, বন্ধু, গ্রামের স্মৃতি,
স্মৃতি যে প্রিয়ার I
কত কিছু উঁকি মারে
স্মৃতির জানালায় II
আমারে কাঁদায় II
রচনাকাল ও স্থান: জানুয়ারী ১৯,২০১৬
টরন্টো, কানাডা