জ্ঞানই শক্তি (গীতি কবিতা)
----- সুহেল ইবনে ইসহাক

মানুষ হবো বলে সবাই যাচ্ছি স্কুল-কলেজে,
ভুরি ভুরি পড়ছি বই,ভরছি মগজ নলেজে I
জ্ঞানেই আছে আসল শক্তি পাবেনা তা বলে যে II

শিখছিনাতো ভালো কিছু
শিখছিনাতো শিষ্ঠাচার ,
শুনছি নাতো গুরুর কথা
শিখছি যত মিথ্যাচার I
অনেক লোকই পথহারা মাথা নষ্ট করেছে I
জ্ঞানেই আছে আসল শক্তি পাবেনা তা বলে যে II

এই যদি হয় মানব ভূষণ
থাকলো কি আর জীবনে ,
বিবেক মশাই জাগতে হবে
সময় থাকতে ভুবনে I
সুযোগ আছে হয়ে উঠার বিবেকহীন নরাধম,
মানুষ হতে জীবন বাঁকে চলেছি আজ এই অধম I
সুহেল ইসহাক ভাবছে বসে কি হাল আজি পড়েছে I
জ্ঞানেই আছে আসল শক্তি পাবেনা তা বলে যে II

রচনাকাল ও স্থান: জানুয়ারী ০২,২০১৬  
                     ইউনিভার্সিটি এভিনিউ,    
                      টরন্টো,কানাডা