মাগো তুমি (গীতি কবিতা)
---সুহেল ইবনে ইসহাক
মাগো তুমি সবচে' আপন
জান্নাত পদতল,
তৃষ্ণা কালে মাগো তুমি
পিপাসার-ই জল I
শক্তি হীনে দাওগো শক্তি
চিত্তে বাড়াও বল II
মাগো তুমি সবচে' আপন
জান্নাত পদতল I
কষ্ঠের মাঝে মাগো তুমি
আমার চির সুখ,
তোমার মুখটি দেখলে মাগো
গুছে সকল দুখ,
মুখখানি তোর মলিন হলে
আমার চক্ষু টলমলII
মাগো তুমি সবচে' আপন
জান্নাত পদতল I
এ ধরাতে মাগো তুমি
স্বর্গেরই মালিক ,
সবার সেরা মাগো তুমি
এ কথাই ঠিক,
তুমি আমার এ জগতে
মমতার মহল II
মাগো তুমি সবচে' আপন
জান্নাত পদতল I
রচনাকাল: নভেম্বর ২৭, ২০১৫
টরন্টো, কানাডা