নয়নের জলে লেখা (গীতি কবিতা)
----সুহেল ইবনে ইস হাক

নয়নের জলে লেখা কত গান কবিতা
ঝরে পড়ে হৃদয় থেকে তুমারি নামে,
মাগো, তুমারেই নামে I
যেদিন নয়নের জল শুকিয়ে যাবে,
মনে রেখো মাগো আমার মরণ হবে II ঐ

স্নেহ হীন মায়া হীন কাটে দিন রাত্রি,
এ ধরাতে মা হীন আমি এক যাত্রী,
মা হীন পৃথিবী বড় একা লাগে ,
কেঁদে কেঁদে দুখের সাগর পাড়ি দিতে হবে II ঐ

দিন আছে রাত আছে,আছে রবির আলো
সবে আছে, মা নেই লাগে না যে ভালো,
মায়ের স্মৃতি কাঁদায় আমায়, যখন মনে জাগে,
কেঁদে কেঁদে দুখের সাগর পাড়ি দিতে হবে IIঐ

(বি: দ্র: কন্ঠ শিল্পী আসিফ এর "চোখের জলে লেখা কত যে কবিতা " গানের অনুকরণে )


(রচনা কাল :সেপ্টেম্বর ২১, ২০১৫ টরন্টো, কানাডা)