মায়ের কথা মনে করে (গীতি কবিতা)
----সুহেল ইবনে ইসহাক
মাগো তোমার কথা মনে করে চোখে শুধু অশ্রু ঝরে I
তুমি হীনে শূন্য হৃদয়,খুঁজি অচিনপুরে II
আদর, স্নেহ, মমতা তোমার জুড়ে আছে হৃদয়ে আমার,
তুমি হীনে আছি যেন মা শূন্য বালুচরে I
মাগো তোমার কথা মনে করে চোখে শুধু অশ্রু ঝরে II
আদর সুহাগ দিয়ে মাগো নিতে কোলে তুলে,
মধুর সেই স্মৃতি মাগো যাবনাতো ভুলে ,
সব পুন্য আজ রাখলাম জমা, মাগো তোমার তরে I
মাগো তোমার কথা মনে করে চোখে শুধু অশ্রু ঝরে II
রচনাকাল : নভেম্বর ২৬, ২০১৫ টরন্টো, কানাডা