এসো আমার গাঁয়ে
---সুহেল ইবনে ইসহাক
আমার গাঁয়ের পাশ দিয়ে
বইছে কুশিয়ারা,
ঝিকি মিকি বিকেল রোদে
হৃদয় পাগল পারা I
কাঁচা পথের দুটি ধারে
হরেক সবুজ বন ,
চলাত চলাত নদীর ঢেউয়ে
মাতিয়ে রাখে মন I
যেমন সুন্দর গাঁয়ের ছবি
তেমন জনগণ,
এসো বন্ধু আমার গাঁয়ে
রইলো নিমন্ত্রণ I
রচনাকাল : ১৪ নভেম্বর , ২০১৫
টরন্টো, কানাডা