ডেনটোনিয়া পার্ক ও আমার নষ্টালজিয়া
-----সুহেল ইবনে ইসহাক

গ্রীষ্মকালের বিকেল বেলা , ডেনটোনিয়া পার্ক,
সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্ত ,
আকাশে সফেদ মেঘের উদাস বিচরণ ,
চারদিকে সবুজ মাঠ ,
একটু দুরে  সুউচ্চ  আকাশচুম্বী অট্রালিকাসমূহ ,
পূর্বদিকে যানবাহন পূর্ণ ব্যস্ততম বাঙালি পাড়া
সেই ডেনফোর্থ এভিনিউ  I
প্রকৃতি প্রেমিক কবিকে লাল সবুজের নষ্টালজিয়ায়
আচ্ছন্ন করে ফেলে I
আর এই মুগ্ধ পরিবেশ আমাকে  নিয়ে যায় –
হজরত গোলাপ শাহ( র :) এর চারণভূমি  
আতাহার আলী , পন্ডিত রঘুনাথ শিরোমনি , শ্রীবাস পন্ডিত,
ড: জি. সি. দেব ,প্রমথ নাথ দাস  এর জন্মভূমি  
পঞ্চখন্ডের সবুজ আর মমতায় ঘেরা বারো পালের দিঘির পারে I  
কল্পলোকে বিচরণ করি -
হদরপুরের স্নেহ মাখা সবুজ মাঠে কিংবা মুড়িয়া  হাওরে অথৈ জলে
নৌকা নিয়ে ভাসতে ভাসতে মনের সুখে  গুনগুনিয়ে ধরা -
“ও আমার দেশের মাটি তোমার  'পরে ঠেকাই মাথা।...."
গ্রীষ্মকালে কানাডার সবুজ  প্রকৃতি আমকে বিস্মিত করে ,
হৃদয় স্পন্দিত হয়  সবুজে শ্যামলে  ছাওয়া  সোনার বাংলার
অপরূপ চিত্র চোখে ভেসে উঠতে, নষ্টালজিয়ার পশ্চাদ্ধাবন-
"একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার..."I


রচনাকাল: সেপ্টেম্বর ২৬, ২০১৫, টরন্টো, কানাডা