মনকে ধরে রাখতে পারিনা (বাউল গান)
----সুহেল ইবনে ইসহাক
আমার বন্ধুগণ বিহনে গো
টরন্টো সিটি তে গো,
মনকে ধরে রাখতে পারিনা II
আছো তোমরা সুখে
লাল সবুজের বুকে,
সেই স্মৃতি কভু ভুলা যায়না I
মনকে ধরে রাখতে পারিনা II ঐ
ছিলে কত আপনজন
মনে পড়ে সারাক্ষণ,
নৌকা বাওয়া, খেলার আসর
আজ করিনা I
মনকে ধরে রাখতে পারিনা II ঐ
মায়ের আদর নিয়া
থাকতাম মন বুলাইয়া,
সেই মাকেও আজ আর চোখে দেখিনা I
মনকে ধরে রাখতে পারিনা II ঐ
শীতের পিঠাপুলি
খাইতাম সবাই মিলি,
সুহেল ইসহাক সেই স্বাদ
ভুলতে পারেনা I
মনকে ধরে রাখতে পারিনা II ঐ
রচনাকাল : নভেম্বর ২১,২০১৫
টরন্টো, কানাডা