রইলো নিমন্ত্রণ (বাউল গান)
---সুহেল ইবনে ইসহাক
ফুরু গাঙ্গে নাও দৌড়াইয়া
বৈঠায় মারমু টান
রাতের বেলা মন জুড়াইয়া
গাইমু বাউল গান I
বন্ধু লইয়া বেড়াইতে
পাগল পারা মন,
মন ভরাইতে ,প্রাণ জুড়াইতে
রইলো নিমন্ত্রণ II
আমার গাঁয়ে আইলে বন্ধু
বসতে দিমু পিড়া,
পুবাল হাওয়ায় বইয়া সবাই
খাইমু পিঠা চিড়াI
মন মজাইতে জারি, সারি
বাউল আয়োজন II
মন ভরাইতে ,প্রাণ জুড়াইতে
রইলো নিমন্ত্রণ II
শীত সখালের বাউশ ক্ষেত আর
নানান পিঠাপুলি
মিষ্টি রসে নিবো তুমার
হৃদয় হরণ খরি I
মায়ের রান্না বাঁশর মুড়া
খাইলে ভরবো মন II
মন ভরাইতে ,প্রাণ জুড়াইতে
রইলো নিমন্ত্রণ II
রচনাকাল: ডিসেম্বর ০১, ২০১৫
টরন্টো, কানাডা