ফান সুফারী
--সুহেল ইবনে ইসহাক
(সিলেটি আঞ্চলিক)
ফান সুফারী খাইতা খুকি
ধরছইন যে আইজ বায়না,
লাল টুকটুকে ঠোঁট নিয়া
চাইয়া রইচন আয়না I
ফান সুফারির লগে দিছইন
আরো কিছু চুন ,
সেই চুনেতে বাড়ছে আরো
ফান সুফারির গুন I
ইতা মজা আছেনি আর
ভাই তুমি খও দেখি ?
ফান সুফারী, কমলার গন্ধ
নিয়া আমরা সিলটি I
রচনাকাল : ১৪ নভেম্বর , ২০১৫
টরন্টো, কানাডা