হেমন্ত
---সু হে ল  ই ব নে  ই স হা ক

সোনার ধানের মধুর গন্ধ
আসলে হেমন্ত,
মেতে উঠে গ্রামবাসীরা
সুখের নেই অন্ত I
নবান্নের উত্সবে
জেগে উঠে পাড়া,
কৃষক শ্রমিক সবার মুখে
আনন্দেরই ধারা I

রচনাকাল: নভেম্বর ১১, ২০১৫
            টরন্টো, কানাডা