পথ শিশু
---সুহেল ইবনে ইস হাক
ভীষণ ক্ষুধায় কান্দে যখন
আমার ছোট ভাইটি ,
ডাল ভাত তো কিছুই নেই
দেখি কিছু পাই কি I
পাইনি কিছু মুখে দিতে
মনে বাড়ে যাতনা ,
মা যদি থাকতো ভবে
কোনো চিন্তাই থাকতো না I
ক্ষুধায় কাতর ভাইটি আমার
শুকিয়ে গেছে কান্না,
এভাবে আজ কত শিশুর
খবর রাখে বন্যা ?
রচনাকাল: অক্টোবর ০৩, ২০১৫
টরন্টো , কানাডা