তোমায় হারিয়ে (গীতি কবিতা)
---সুহেল ইবনে ইসহাক
হারিয়ে তোমায় আজকে আমার
অশান্ত এই মন,
তাই, দিনে কান্দি, রাতে কান্দি,
কান্দি সারাক্ষণ II
মাগো,করতে মানুষ আমায় তুমি
দিলে সঠিক দিশা,
কাটিয়ে দিলে আমার মনের
সকল অমানিশা I
থামবেনা এই অশ্রু আমার
থাকতে এ জীবন II
তাই, দিনে কান্দি, রাতে কান্দি,
কান্দি সারাক্ষণ I
ভাই-বোন কান্দে, বাবা কান্দে ,
কান্দে রিফাত সোনা,
সবাই ছিলাম মাগো তোমার
আদর দিয়ে বুনা I
ফুলবাড়ীতে এখন মাগো
নিরব সর্বজন II
তাই, দিনে কান্দি, রাতে কান্দি,
কান্দি সারাক্ষণ I
রচনাকাল: অক্টোবর ২৬, ২০১৫
টরন্টো, কানাডা