জনম দুঃখিনী মা
-সুহেল ইবনে ইসহাক
পৃথিবীতে তাঁর মতো নেই ললনা,
কারো সাথে হয়না যে তাঁর তুলনা ,
এমন দরদী ধরায় কেউ হয়না,
সে যে আমার জনম দুঃখিনী মা।
না খেয়ে জল-খাবার দেন মুখে তুলি,
তাঁর নামে শুরু করি প্রথম শেখা বুলি ,
মুখ খানি যেন তাঁর গোলাপ ফুলের কলি,
মন বলে আজীবন তাঁরই কথা বলি I
যার ঋণ কোনদিন শোধ হবেনা ,
সে যে আমার জনম দুঃখিনী মা।
আজ আমি সেই মায়ের কথা শুনুন একটু বলি,
মায়ের কথা স্মরে স্মরে জীবন পথে চলি,
সেই রবি থেকে শনি, মায়ের কথাই শুনি ,
সব মানুষের মাঝে আমার মা-ই সেরা গুণী I
তাঁর স্মৃতি কখনো ভুলা যায়না ,
সে যে আমার জনম দুঃখিনী মা।