আমার কুশিয়ারা
---সুহেল ইবনে ইসহাক
ভোর হলে যদি দেখতে পেতাম
আমার কুশিয়ারা নদী,
অথৈ জল বুকে নিয়া
চলছে নিরবধি I
বইছে পলি ফলছে ফসল
নদীটির দুই তীরে,
কত স্মৃতি রয়েছে যে
নদীটিকে ঘিরে I
সুজন মাঝি বাইছে নৌকা
গলা ছেড়ে গান,
দুকুল জুড়ে অথৈ পানি
নদে এলে বান I
আজ দেখলে তারে হতাম
আমি আনন্দে আত্মহারা,
সে যে আমার প্রিয় নদী
নাম কুশিয়ারা I
রচনা কাল: ০৩ অক্টোবর , ২০১৫
টরন্টো , কানাডা I