রাজকন্যা ও রাজপূত
---- সুহেল ইবনে ইসহাক


আমার মাহফুজা আমার চোখের মনি,
আমার রিফাত সোনা ,প্রিয় জাদুমনি I
তোদের নিয়ে আগামীর সুখের স্বপন বুনি II

কল্প রাজ্যের রাজপূত রিফাত মাহফুজা রাজকন্যা,
তোদের নিয়েই পূর্ণ জীবন রাজ্যে সুখের বন্যা I
তোরাই আমার জীবন মরণ এ কথাটাই জানি II
তোদের নিয়ে আগামীর সুখের স্বপন বুনি I

জেনে রাখো জাদু সোনা প্রিয় চোখের মনি ,
তোরাই আমার এ ধরাতে খাঁটি সোনার খনি I
ন্যায়ের  তরে করবি বিলীন ছোট্ট জীবন খানি II
তোদের নিয়ে আগামীর সুখের স্বপন বুনি I

খোদা তোদের সাথে আছে মানি বা না মানি,
তোরাই হবে খোদার প্রিয় এ কথাটাই জানি I
কল্প রাজ্যের স্বপ্ন তোরাই জানে অন্তর্যামী II
তোদের নিয়ে আগামীর সুখের স্বপন বুনি I

রচনাকাল : সেপ্টেম্বর ২৮,২০১৫,টরন্টো, কানাডা I