ঘুঙ্গাদিয়া:আমার গ্রাম
---সুহেল ইবনে ইসহাক
আমার গ্রামের কথা
শুধু মনে পড়ে,
ছবির দিকে থাকিয়ে শুধু
মন আনচান করে I
চির সবুজ ছবির মত
সুখ শান্তি যেথা,
ধন্য আমি, ধন্য জীবন
জন্মেছি যে সেথা I
ছোট্ট থেকে হয়েছি বড়
আদর যত্ন নিয়া,
সে যে আমার জন্মভূমি
গ্রাম ঘুঙ্গাদিয়া I