জীবন নদের ঢেউ এর তালে, পাইনা যে কিনার,
কেমনে গড়বো সুখের জীবন, সাজবো সংসার II
পদ্ম পাতার পানির মতো , এ জীবন আমার,
জীবন নদে স্রুতের মাঝে কিসের অহংকার ,
চিনতে হবে পাড়ি দেয়ার আসল পারাবার II
জীবন নদের ঢেউ এর তালে, পাইনা যে কিনার,
কেমনে গড়বো সুখের জীবন, সাজবো সংসার II
হীরা কাঁচের তফাৎ বোজা, আসল নকল নিয়ে খোঁজা
সরল গরল বুজে চলা, ন্যায়ের তরে কথা বলা
এ যদি হয় মানব ভূষণ , থাকবেনা হাহাকার I
জীবন নদের ঢেউ এর তালে, পাইনা যে কিনার,
কেমনে গড়বো সুখের জীবন, সাজবো সংসার II
(রচনা কাল : নভেম্বর ১৮, ২০১৪)