চলে যেওনাগো, ও আমার মা
আমাদের ছেড়ে তুমি চলে যেওনা II

শিখায়েছ সব মাগো কত যতনে ,
শিখাওনি থাকব কেমনে তুমায় বিহনে,
তুমার সাথে আর কারো হয়না তুলনা I
চলে যেওনাগো, ও আমার মা
আমাদের ছেড়ে তুমি চলে যেওনা II

তুমার আদর নিয়ে মাগো প্রবাসজীবনে,
ভাবি শুধু আদরটুকু আমার কারণে,
তুমি ছাড়া শূন্য জীবন ভাবতে পারিনাI
চলে যেওনাগো, ও আমার মা
আমাদের ছেড়ে তুমি চলে যেওনা II


(২২ মার্চ ২০১৫ রাত ২.৩০ টা)