পিরিতি
-সুহেল ইবনে ইসহাক
মানুষ হইয়া, জনম লইয়া, না বুঝিলাম পিরিতি,
লাভে-মূলে হিসাব ছাড়ি, কইরা সাধের দোকানদারী,মিলেনা সাধের পরিমিতি ।
না বুঝিলাম পিরিতি,
আমি মানুষ হইয়া, জনম লইয়া, না বুঝিলাম পিরিতি।
ভজিতে ওই মহাজন, পিরিতের করো সাধন, গড়িয়া সততার নিলয়,
পিরিতের খাঁটি স্বাদ, হৃদয়খানি করো আবাদ, মিলিবে সঠিক বিনিময়।
পিরিতে জনম যার, সেই পিরিতেই পরাণ তার, পিরিতি জীবনের আরতি ।
না বুঝিলাম পিরিতি,
ওহ আমি মানুষ হইয়া, জনম লইয়া, না বুঝিলাম পিরিতি।
পিরিত দিলো যে মহাজন, তাঁর হুকুম করো পালন,গাহিয়া প্রভূর গুণগান
ছলচাতুরি-পরনিন্দায়, হিংসা-বিদ্বেষ-অহমিকায়, পিরিতি বড়ই বেমানান।
সুহেল ইসহাক পিরিত করে, মহান রবের সৃষ্টি তরে, অনুভবে হৃদয় আকুতি ।
না বুঝিলাম পিরিতি,
ওহ আমি মানুষ হইয়া, জনম লইয়া, না বুঝিলাম পিরিতি ।
রচনাকাল: অগাস্ট ৭,২০২২, টরন্টো,কানাডা।