পঞ্চখণ্ডের গান (গীতি কবিতা)
আমার জন্মভূমি বিয়ানীবাজার , পঞ্চখন্ড নাম
আমি পাগল অধম গেয়ে যাই তাই পঞ্চখণ্ডের গান ,
পঞ্চখন্ড ভর্তি ভাইরে কোটি টাকার ভিলায়
দৃষ্টি নন্দন স্মৃতি সৌধ আছে শহীদ টিলায়,
নামি দামি বিদ্যাপীঠ আর সরকারি কলেজ
এ প্রজন্ম এগিয়ে যাচ্ছে গড়িয়া নলেজ,
পন্ডিত লাইব্রেরি,জমিদার বাড়ি ঐতিহ্যের প্রমান I
পাগল অধম গেয়ে যাই তাই পঞ্চখণ্ডের গান II
এই জনপদে আছেন অনেক মুক্তিযোদ্ধা বীর
গোলাবশাহ মাজার,পন্ডিত বাড়ি,বাসুদেব মন্দির,
মুড়িয়া হাওড় মাছের আধার কী বলিব আর
নদী, হাওর, টিলা আর ফলের সমাহার,
ও ভাই জলঢুপের কমলার রসে জুড়ায় যে পরান I
পাগল অধম গেয়ে যাই তাই পঞ্চখণ্ডের গান II
রঘুনাথ,জি সি দেব,শ্রীবাস,অণি,কৃষণাপ্রিয়া
আতাহার আলী ,অজয় দা ,প্রমথনাথ, মনু মিয়া,
সকলের আশীর্বাদে একতারা সুর ভেসে
বাকি জীবন যায় গো যেন স্বদেশ ভালোবেসে,
পঞ্চখণ্ডের বীর পুরুষদের জানাই সেলাম I
সুহেল ইসহাক গেয়ে যাই তাই পঞ্চখণ্ডের গান II
রচনাকাল: ৭ ফেব্রুয়ারী ,২০১৭, টরন্টো কানাডা I