পদ্মাসেতু  (গীতিকবিতা)
    সুহেল ইবনে ইসহাক
{সিলেটের আঞ্চলিক ভাষায় }


অত সুন্দর ব্রিজ গো ভাইসাব আমরার দেশো বনছে,
সবাই মিল্লা ব্রিজটা চড়মু আমরার নসিবও পড়ছে।
অত সুন্দর ব্রিজ গো ভাইসাব আমরার দেশো বনছে।

দেশোর মাইনষর দুঃখ-কষ্ট কমবো অনেকটা,
অর্থনীতির সূচক ধরবো স্বপ্নের বিরিজটা ।
দেশো বাসীর মনো থাকবোনে কে কতখান করছে,
অত সুন্দর ব্রিজ গো ভাইসাব আমরার দেশো বনছে।

এগিয়ে যাওয়ার স্বপ্নতরী সোনার বাংলাদেশটা,  
উন্নত এক দেশোর লাগি বদলিজারগি বেশটা ।
বিশ্ববাসী অবাক গেলো কী কাজ শেখ হাসিনা করছে?
অত সুন্দর ব্রিজ গো ভাইসাব আমরার দেশো বনছে।


রচনাকাল: ২০ মে ২০২২, টরন্টো, কানাডা।