পদ্মা সেতু হইলো নির্মাণ (গীতিকবিতা)
--সুহেল ইবনে ইসহাক
দেখো দেখো দেশবাসী, জোড়াও মন-প্রাণ
পদ্মা সেতু হইলো নির্মাণ।।(আজ)
সকল গুজব ছিন্ন করে পদ্মাসেতু বাস্তবে,
বাংলাদেশের মান-সম্মান উজ্জ্বল হলো আজ তবে ।
তৈরী হলো স্বপ্নের সেতু চক্রান্তের অবসান।
পদ্মা সেতু হইলো নির্মাণ ।।
দুর্নীতি আর স্বজনপ্রীতি নয়তো কোনো ছাড়,
পদ্মা সেতু তৈরী করছে হাসিনা সরকার ।
দেশের প্রতি বঙ্গকন্যার প্রেমের প্রতিদান ।। (এতো)
পদ্মা সেতু হইলো নির্মাণ ।।
দেশের টাকা ব্যবহারে পদ্মা সেতু হয়,
পদ্মা সেতু আজ উন্নয়নে সম্ভাবনাময়
তিমির রাত্রি শেষে এলো সোনালী বিহান ।। (আরে)
পদ্মা সেতু হইলো নির্মাণ ।।
পদ্মা সেতুর মালিকানায় এই দেশের মানুষ
গুজবেতে দেয়নি কান হারায়নি তো হুশ।
সইবেনা আর এই বাঙালি কোনো অপমান।। (ভাইরে)
পদ্মা সেতু হইলো নির্মাণ ।।
পদ্মা সেতুর প্রতি ইঞ্চি দেশপ্রেমের প্রমান,
সুহেল ইসহাক প্রাণ খুলে গায় বাংলাদেশের গান।। (ওরে)
পদ্মা সেতু হইলো নির্মাণ ।।
রচনাকাল: ১২ জুন,২০২২, টরন্টো, কানাডা।