অলিন্দের ওধারে
-সুহেল ইবনে ইসহাক

শক্ত গাঁথুনি ঘেরা ইমারতগুলো আর পিচঢালা সরণি,
আমি স্বস্তি পাইনা খুঁজে আজ ।
চারপাশে যাপন করে কত শত বিচিত্র মানব জন,
আত্মপরতাপূর্ণ সেই সত্তাগুলোকে ঠাহর করা খুবই কঠিন ।
অনুভবের অনুরণনে আজও ভাস্বর হয়ে আছে বিস্তর স্মৃতি!
স্পষ্ট আবেগী আহ্বানে হৃদয়ে নেমে এসেছিল পাণ্ডুর চাঁদ,
মূক সভ্যতায় লেগেছিল মেহেদীর রঙ!
ভালোবাসতাম, ভালবাসি, ভালোবাসবো স্নিগ্ধ জলের মত,
অনুভবের অনুরণনে সুশোভিত করে রেখেছি সাদাকালো মন ।
ভুলে গেছো, মেহেদির রঙ হয়তো মুছে যায়,
কিন্তু ভালোবাসার নয় ।
নিঃশব্দ ভালোবাসার আওয়াজ শুনতে পাই অজানা অলিন্দের ওধারে ।


রচনাকাল: সেপ্টেম্বর ৩, ২০১৮, টরন্টো, কানাডা।