ওহ বন্ধু প্রেয়সী কৈ রইলারে (গীতি কবিতা)
-সুহেল ইবনে ইসহাক
ওহ বন্ধু প্রেয়সী কৈ রইলারে,
এসোনা রাখবো ধরে অন্তরে ।।(তুমি)
কলমিলতা যেমন কইরা জড়াই ধরে গাছটারে
তেমনি কইরা রাখবো প্রিয়া আমার বুকের মাজারে ,
রাখিব ভালোবাসার চাদরে,
এসোনা রাখবো ধরে অন্তরে ।।(তুমি)
নদী যেমন বয়ে চলে অবিরাম ওই মোহনায়
তেমনি আমি সাঁতার কাটি তোমার প্রেমের যমুনায়,
বাইন্ধা রাখবো হৃদয় নোঙ্গরে,
এসোনা রাখবো ধরে অন্তরে ।।(তুমি)
ছাতক পাখি যেমনি থাকে মেঘের পানির প্রত্যাশায়
তেমনি আমার উদাসী মন প্রেয়সীর ভালোবাসায়,
বুঝাবো কেমনে যে মন তোরে,
এসোনা রাখবো ধরে অন্তরে ।।(তুমি)
রচনাকাল : ৩ সেপ্টেম্বর ,২০১৮, টরন্টো কানাডা।