ও প্রিয়ারে (গীতি কবিতা)
---সুহেল ইবনে ইসহাক

ও প্রিয়ারে প্রিয়া প্রিয়ারে ভালোবাসি আমি তোমারে|
ভাঙা বুকে স্মৃতিরা কাঁদে, ফেলেছো যে প্রেমেরই ফাঁদে,
বাহুডোরে নিয়েছো তুমি পরিণয়ে এই আমারে II
প্রিয়ারে প্রিয়া প্রিয়ারে ভালোবাসি আমি তোমারে|

শুভরাত জানে নাগো পোহাতে, এ জীবন পূর্ণ যে তোমাতে,
জীবনের বাগিচা সাজাবো, দু’জনের সুশোভিত কথাতে|
এখন আমার একটাই রমণ, ভালোবাসার কুঁড়েঘরে সমস্ত ভুবন,
অনুতাপের স্মৃতিগুলো নির্মল করে রচিব জীবন |
তুমি চাঁদের আলো হয়ে, আমার কালো ঘরে দাড়িয়েছো যে দুয়ারে II

কান্নাতো নয় ঐ নয়নে, দেখতে চাই যে হাসি,
মনে রেখো প্রিয়া তোমায় ভীষণ ভালোবাসি!
ভাঙ্গা মন লাগাবো জোড়া আমার ভালবাসায়
আঘাতের দাগ যাবে মুছে, সুখেরই ছোঁয়ায় |
তুমি আমার স্বপ্নে রবে, স্বপ্নের গল্প হবে টিভি কিংবা বেতারে I|


রচনাকাল : ১৩ ফেব্রুয়ারী ,২০১৮, টরন্টো , কানাডা ।