নন্দিনী (গীতি কবিতা)
---সুহেল ইবনে ইসহাক
নন্দিনী, আজো তোমায় ভুলিনি,
শোক সাগরে ঢেউয়ের তালে
হৃদয় নায়ে পাল তুলে
দুঃখ-ব্যথা যাই ভুলে,
তটে ফেরা আজো হয়নি।
নন্দিনী ,আজো তোমায় ভুলিনি ।।
বোশেখেরি কালো ঝড়ে
পাতা যেমন ঝরে পড়ে,
ঝরে গেছে সকল আশা
ভরে গেছে স্মৃতির তলানি।
নন্দিনী, আজো তোমায় ভুলিনি ।।
কত স্মৃতি কত গান
মন করে আনচান,
উপমাতে হয়নি লিখা
প্রিয় সেই হারানো কাহিনী।
নন্দিনী, আজো তোমায় ভুলিনি ।।
রচনাকাল:৮মে, ২০২০, টরন্টো, কানাডা।