নির্ভয়া
--সুহেল ইবনে ইসহাক

বনের  পশু ভয় পেয়েছে লুকিয়ে গেছে জঙ্গলে ,
নরপশুর দন্তবিকাশ শান্তির এ ভূমন্ডলে  I
অবলারা বঙ্গ দেশে  হচ্ছে নাতো  বিজয়া,
দিন এসেছে বগিনীরা হতে হবে নির্ভয়া I


রচনাকাল : অগাস্ট ২১,২০১৭,টরন্টো, কানাডা I