নামাজ পড় রোজা রাখো
--সুহেল ইবনে ইসহাক
নামাজ পড়, রোজা রাখো, জপো আল্লাহ নবীর নাম,
থাকতে ধরায়, পুন্য জমাও নইলে খারাপ পরিণাম I
দু’দিনের এই দুনিয়াতে, আইজ আছি কাইল থাকবোনা,
ঈমান আমল শুদ্ধ রাখি, নইলে যে আর বাঁচবো না I
জীবন তরী, উজান চলি, গোছাই তরীর বদনাম I
নামাজ পড়, রোজা রাখো, জপো আল্লাহ নবীর নাম II
মানব তরী, খোদায় গড়ি দুনিয়াতে পাঠাইয়া,
দিলেন মোদের স্বাধীনতা রাখেননিতো আটকাইয়া I
সুহেল ইসহাক ভাইবা বলে, কেমনে হবো সফলকাম?
নামাজ পড়, রোজা রাখো, জপো আল্লাহ নবীর নাম II
রচনাকাল: মার্চ ০১,২০১৭, কিপলিং, কানাডা I