“নাহিদ” মানে
---সুহেল ইবনে ইসহাক
“নাহিদ” মানে একটা ছবি, রক্তে ভেজা সড়কের
“নাহিদ” মানেই মরণাস্ত্র, পিচাশ সহ নরকের I
“নাহিদ” মানে স্বৈরাচারের বারণ হীন এক মন্ত্রণা
“নাহিদ” মানেই ভাই হারাদের বুকের অসীম যন্ত্রণা I
“নাহিদ” মানে গনত্রন্ত্র, দেশপ্রেমেতে সন্ধিরে
“নাহিদ” মানেই দুঃখের বন্যা, আজ হৃদয়ের মন্দিরে I
“নাহিদ” মানে ইতিহাসে লাল বর্ণের গদ্য
“নাহিদ” মানেই মনের কথা, বলতে চাই যা অদ্য II
রচনাকাল: নভেম্বর ০১,২০১৭, টরন্টো,কানাডা