মুজিব আমার স্বাধীনতা
-সুহেল ইবনে ইসহাক
মুজিব আমার স্বাধীনতা
মুজিব বাংলাদেশ,
মুজিব আমার ভালোবাসা
মুজিব শান্তির রেশ।
মুজিব আমার সোনার বাংলা
মুজিব বাংলা ভাষা,
মুজিব আমার প্রথম প্রেম
মুজিব সকল আশা।
মুজিব আমার লাল গোলাপ
মুজিব সবুজ জমিন,
মুজিব আমার কাব্যমালা
মুজিব হৃদয় বীণ ।।
রচনাকাল: ৯ ডিসেম্বর ২০২০, টরন্টো, কানাডা।