মৃত্যুহীন এক শাশ্বত প্রাণ

-সুহেল ইবনে ইসহাক

বঙ্গবন্ধু, অধিকারহারা মানুষের জন্য লেখা দ্রোহের কবিতা,
বিশ্বের শোষিত মানুষের একজন মহান নেতা।
বঙ্গবন্ধু,মানবতার বিস্ময়।
পিতা তুমি অমর, অক্ষয়, চিরজাগ্রত বাঙালির মানসপটে।
তুমি মঙ্গলালোকের মহীয়ান অমরাত্মা,
অনাদিকালের অনুসরণীয়, পথিকৃৎ।
যশ-খ্যাতি-মর্যাদায় তুমি পৃথিবীশ্রেষ্ঠ,
পিতা তুমি অবিনশ্বর।
তুমি মৃত্যুহীন এক শাশ্বত প্রাণ, তুমি অমর, অক্ষয়,
শেখ মুজিবুর রহমান শুধু একটি নামই নয়,
একটি মুক্তির পথ, একটি বিশ্বাসের নাম ।


রচনাকাল : ১৬ ডিসেম্বর , ২০১৯, টরন্টো, কানাডা।