মনেরই নীল খামে (গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক
মনেরই নীল খামে, পয়লা চিঠি তোমার নামে।
মনের ঠিকানায় দিলাম লিখে
ভালোবাসার আমন্ত্রণ।
তুমি আমার জীবন, আমি তোমার জীবন।।
জবাব দিয়ো আমায় তুমি, রইলাম সে আশায়,
ভালবাসার পত্র লিখো তোমার মনের ভাষায়।
মনের দুয়ার নাগাল পেল দক্ষিনা পবন,
তুমি আমার জীবন, আমি তোমার জীবন।।
পৌষের প্রথম রোদে, নিজেকে রাঙিয়ে নিলাম,
ভালোবাসার আলোয় আজি জীবনটা ফিরে পেলাম।
সেই জীবন নিয়ে সুখের নীড়ে হয় যেন মরণ,
তুমি আমার জীবন, আমি তোমার জীবন।।
রচনাকাল: ১৮ মে ,২০২০, টরন্টো, কানাডা।