মনের কান্দন তুই বুঝলিনা
--সুহেল ইবনে ইসহাক
পরানের বন্ধুরে বন্ধু মনের কান্দন তুই বুঝলিনা,
আঁচল দিয়ে নয়নের জল একবার এসে মুছলিনা।
মনের কান্দন তুই বুঝলিনা।
তোর গলেতে ধইরা বন্ধু জীবন পথে চলি,
তুই বিহনে এইনা ধরা শোক-বিরহের গলি।
দুঃখ আমার সাধনার ফল আবেগ দিয়ে কিনা,
মনের কান্দন তুই বুঝলিনা।
সুহেল ইসহাক প্রেমের মরা ভালোবাইসা তোরে,
তাই বুঝি আজ সুখেরা মোর দুখের মুখোশ পরে ।
মনের কান্দন রইলো গোপন জানতে চাইলিনা,
মনের কান্দন তুই বুঝলিনা।
রচনাকাল: জুলাই ২৪,২০২২, টরন্টো, কানাডা