মহাকাব্যের কবি
(জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গকৃত)
--সুহেল ইবনে ইসহাক
মনের মানুষ বঙ্গবন্ধু সকাল দুপুর সাঁঝে,
তোমার ছবি বাঁধা আছে সবার হৃদয় মাঝে।
তোমায় নিয়ে গান-কবিতা লিখছে কত কবি,
লাল সবুজের নকশা মাঝে দেখি তোমার ছবি।
বিশ্ব নেতা হয়ে আছেন বিশ্ব আসন ছুঁই,
এ ধরাতে শেখ মুজিব এক চৌদ্দতম লুই।
স্বদেশভক্তি, মানবতা তোমায় ছিল সবই,
মহানায়ক বঙ্গবন্ধু মহাকাব্যের কবি।
এসো চলো স্বপ্ন তারই সত্যি করি সবে,
বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে হবে।
রচনাকাল: অগাস্ট ০১, ২০১৯, টরন্টো, কানাডা।