মোবারাক হে রমজান (ইসলামী গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক
মোবারাক, মোবারাক, মোবারাক হে রমজান,
এসে যাক, খোলে যাক, পেয়ে যাক সে রাইয়্যান।
ক্ষমা করবেন আল্লাহতায়ালা রমজানের সম্মান,
মোবারাক, মোবারাক, মোবারাক হে রমজান ।।
দুনিয়াতে শ্রেণী সংগ্রাম, অন্নহীনের মিছিল,
রমজানেতে পাইযে খুঁজে শান্তি অনাবিল ।
পুণ্য রবি উদয় হয়ে, পাপের হোক অবসান,
মোবারাক, মোবারাক, মোবারাক হে রমজান ।।
বর্ষাকালের অঝোর ধারা আমরা চোখে দেখি,
রহমতেরই অঝোর ধারা তাই বুঝি আজ মেকি!
রহমতেরই ডালি নিয়ে হবো পুণ্যবান,
মোবারাক, মোবারাক, মোবারাক হে রমজান ।।
রচনাকাল: ২১ মে, ২০১৮, টরন্টো, কানাডা ।