মায়ের আঁচল (গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক
আমার ভালোবাসা মাগো সবই তোমাতেই রইলো,
বেদনার বালুচরে পড়ে আছি তবু সব ব্যথা এ হৃদয় সইলো ।।
আমার ভালোবাসা মাগো সবই তোমাতেই রইলো ।
চোখের আড়ালে থাকলেও তুমি হৃদয়ের আঙিনা আছো জুড়ে,
যাপিত জীবনে, সুখে কিবা বিরহে স্নেহমাখা মুখটি মনে পড়ে ।
হৃদয়ের সব অনুভূতি দিয়ে তোমারি গান এ মন গাইলো ।।
আমার ভালোবাসা মাগো সবই তোমাতেই রইলো।
খুঁজে ফিরি আজো চির শান্তির স্থান তোমার আঁচলখানি
তৃষিত এ হৃদয়ে তুমি ছাড়া মাগো, কেউ আর নেই তা জানি
তোমার পরশে মাগো স্বর্গ সুখ এ হৃদয় পাইলো ।।
আমার ভালোবাসা মাগো সবই তোমাতেই রইলো ।
রচনাকাল: ডিসেম্বর ২৪,২০২০, টরন্টো, কানাডা।