লোহিত সরোবরে একঝলক জোছনা
--সুহেল ইবনে ইসহাক
সতত অভিনব পরিবর্তনের উত্তাল ঢেউ হুমড়ি খেয়ে পড়ছে শিখরে ।
গৃহস্বামীর জীবিকা, লিপিকারের কলম থেকে শুরু করে পাড়ার জলাশয়,
কবির কবিতা কিংবা মানব সন্তানের বিবেক সবকিছুই সহজে বাণিজ্যিক হয়ে যায়
গোলকায়নের এই দুনিয়ায়।
শৈশবের সবুজ প্রান্তর পেরিয়ে কৈশোর আর যৌবনের সোনালী শস্যক্ষেত দেখার
পরম্পরীণ অধিকার হতে বঞ্চিত আজকের প্রজন্ম।
ড্রাগনের অগ্নিনিঃশ্বাস যেন থাকিয়ে থাকে
ধরণীর সমুদয় অর্জন আর সম্ভাবনাকে বিনাশসাধন করার জন্যে।
সাম্প্রদায়িকতা, কুপমন্ডুকতা, প্রলোভন, অমাঙ্গলিক আচার-ব্যবস্থা,
দীনতা, বিচ্ছিন্নতা, অশিক্ষা, নীতিভ্রষ্টতায় অকূল পাথারে সমাজ এবং প্রজন্ম,
দুঃখ-বেদনার কালোছায়ায় নিমজ্জিত সভ্যতার পাহাড়,
স্বজন হারানো মানুষের আহাজারিতে ত্রাসিত আকাশ বাতাস,
মানবিক ও মননশীল ভাবনা কাঠামোগুলো যেন অঘোষিত ধর্ষিতা পল্লী,
আমাদের মুক্ত বাতাস ভরপুর হিংসার সিসায়,
ধ্বংসাত্মক অস্ত্র আর ক্রেডিট কার্ড এখন সমান্তরালে ছুটে চলে লাগামহীন।
এই দানব কালের বলগা ধরে টানবার যেন কেউ নেই।
তিমিরাচ্ছন্ন যুগে যেন তাসের ঘর সাজিয়ে বসে আছি আমরা,
নিত্য অগ্রসরমান এই ডিজিটাল সময়েও।
তথাপি, আলোকিত কিছু মানুষের রঙিন আলোকরশ্মির দীপনে
কখনও কখনও আলোকিত হয়ে ওঠে নিমজ্জিত সভ্যতার পাহাড়।
লোহিত সরোবরে এই এক ঝলক জোছনার দীপ্তিতে
প্রাণ পেতে প্রফুল্লিত সভ্যতার পাহাড়।
রচনাকাল: ১o সেপ্টেম্বর, ২০১৮, টরন্টো, কানাডা।