লাশটা যেন দাফন হয় মোর
--সুহেল ইবনে ইসহাক
হটাৎ একদিন চলে যাবো, রইবো কালের গহ্বরে,
লাশটা যেন দাফন হয় মোর জনম মাটির কবরে l l
রঙিন দিনের স্মৃতিগুলো রাখবেনা আর কেউ মনে,
ভুলে যাবে সকল স্মৃতি যা ছিল তব সনে l
বিদায় বেলা ঢেকে দিও ভালোবাসার চাদরে,
লাশটা যেন দাফন হয় মোর জনম মাটির কবরে l l
প্রার্থনাতে জমিয়ে রেখো আমায় নিয়ম করে,
ভুল-ত্রুটি ছিল যত রেখোনা আর কেউ ধরে l
সুহেল ইসহাক বিলাপ করে, স্মৃতি রাইখো আদরে,
লাশটা যেন দাফন হয় মোর জনম মাটির কবরে l l
রচনাকাল: ২৫ ডিসেম্বর ২০২২, টরন্টো, কানাডা।