কুশিয়ারা রে.... (গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক
কুশিয়ারা রে....
বন্ধু, শুধাইলাম তোরে,
আমার মনের যত ব্যথা রাখিস জটোরে I ঐ
জীবন তরী বিদেশ বাড়ি, শান্তি নাই মনে,
চলতো যদি এইনা তরী তোমারি সনে II
মজা পাইতাম ওগো বন্ধু একী হলোরে! ঐ
তুমি বইছো নদী নিরবধি ভাঁটিরও তরে,
চোখের কান্নায় বুক ভেসে যায় ধরার ওপারে II
আমার স্বপ্ন বোনা রয়েছে যে, তোমার কিনারে Iঐ
স্মৃতি কথা, বিষাদ -ব্যথা সর্বদা স্মরি ,
মন মিলাইতাম বন্ধু ওগো, গলেতে ধরি II
আজ, সুহেল ইসহাক স্মরণ করে কতই আদরে I ঐ
রচনাকাল : ২৪ জানুয়ারী ,২০১৭, টরন্টো, কানাডা I