কদম তলায় বইস্যা বন্দে বাঁশরী বাজায়
--সুহেল ইবনে ইসহাক
ওই শোনা যায়, জয় বাংলার গান বন্দেরই গলায়
কদম তলায় বইস্যা বন্দে বাঁশরী বাজায় l
রক্ত দিয়ে সবুজ ভূমে লিখা যার নাম,
জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান ll
এই নামের বলে হৃদয় চলে আপন ঠিকানায়,
কদম তলায় বইস্যা বন্দে বাঁশরী বাজায় l
তোমায় পেয়ে স্বাধীনতা পেয়েছে যে প্রাণ,
শত সুরে তাইতো বাজে জয় বাংলারই গান ll
আজি,বঙ্গবন্ধু নামের সৌরভ সারা দুনিয়ায়,
কদম তলায় বইস্যা বন্দে বাঁশরী বাজায় l
রচনাকাল: ০১ অগাস্ট, ২০২২
টরন্টো, কানাডা